রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহিদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এরপর স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাশরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। দেশের স্বাধীনতা অর্জনে সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধাসহ যাদের ত্যাগ ও সংগ্রামে অবদান রয়েছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য।
তিনি আরো বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, দ্বিতীয় স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দিতে হবে। উপাচার্য বলেন, ৭১ ও ২৪ এর স্বাধীনতা অর্জনের মূল থিম ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তিনি সকল পর্যায় থেকে বৈষম্যমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহ্বায়ক গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. আব্দুস সামাদ প্রধান প্রমুখ।
এর আগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.