এইমাত্র পাওয়া

৯ম গ্রেডের দাবিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের স্মারকলিপি পেশ

কুমিল্লাঃ কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখা। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড (১০ম হতে ৯ম) উন্নীতকরণের দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড ১০ম থেকে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের আশু ব‌্যবস্থা গ্রহণের জন‌্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বি পাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন, মো. আনোয়ার হোসেন চৌধুরী, মো. ফারুক হোসেন, ইব্রাহিম খলিল, মীর কাশেদুল হক, আমির হোসেন, চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা পোদ্দার, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুন মুন্সি, কামাল হোসেন, চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম হোসেন, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোতালেব, নাঙ্গলকোট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ওহাব, চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান আক্তার, দেবিদ্বার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আয়েশা আক্তার, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading