এইমাত্র পাওয়া
Oplus_131072

জাতীয়করণকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক হওয়ায় অধ্যাপক বাদলকে সংবর্ধনা

নিউজ ডেস্ক।। বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল জাতীয়করণকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক হওয়ায় কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে বাজিতপুর সরকারি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদ এ সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করে।

বাজিতপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক আহম্মদ-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা প্রদান করেন বাজিতপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক শাহীন আলম, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বাজিতপুর ছাত্রদলের আহবায়ক শামীমুর রহমান শামীম,বাজিতপুর বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে সারাদেশ থেকে আগত শিক্ষকদের সম্মানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে নির্বাচিত সরকার’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading