চট্টগ্রামঃ মীরসরাইয়ে পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের বিচারসহ সকল শিক্ষকের মর্যাদাপূর্ণ নিরাপত্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা৷ মানববন্ধন শেষে শিক্ষকদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে স্মারকলিপি প্রদান ৷
প্রসঙ্গত : গত শনিবার (৮মার্চ) রাত ১০টার তারাবীহ নামায শেষ করে বাসায় যাওয়ার সময় মীরসরাই পৌরসদরে লতিফীয়া মাদ্রাসা গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর উপর হামলার ঘটনা ঘটে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.