এইমাত্র পাওয়া

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সং-ঘ-র্ষ, ছাত্রদল নেতা নি-হ-ত

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২২মার্চ) দুপুরে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত আশিক খাঁ (২০) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

আহতরা হচ্ছেন- ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, মো. রঞ্জন খাঁ, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুহিউদ্দিন সরকার, ছাত্রদল নেতা রাজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় একই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাঁধা দিতে গিয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের আরও অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। গুরুতর আহত দুই জন বর্তমানে জহুরুল ইসলাম ভাগলপুর হাসপাতালে আছেন।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে ভুক্তভোগী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহত আশিকের স্বজন ও ছাত্রদলের সমর্থকরা মরদেহ নিয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কটিয়াদী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের অভিযগের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তদন্তের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে আশিক নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার জড়িত সন্দেহে দুই জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading