এইমাত্র পাওয়া

হাতির আক্রমণে শিশুর মৃ-ত্যু, লা-শ নিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামঃ গত পাঁচ বছরে চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণের ঘটনা শতাধিক। এসব ঘটনায় নিহত হয়েছেন প্রায় ২০ জন, আহত অন্তত শতাধিক। নিহতদের মধ্যে বেশির ভাগই বয়স্ক নারী-পুরুষ হলেও এবার হাতির আক্রমণে কর্ণফুলীতে মো. আরমান জাওয়াদ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় শিশুর মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘রাতে আমার ঘরে এসে আমার তিন বছরের শিশুকে মেরে ফেলেছে বন্য হাতি। আমার স্ত্রীও গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি সমস্যার সমাধান আসুক।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুর লাশ নিয়ে আজ শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। হাতির উৎপাত নিরসনের দাবিতে তাদের অবরোধ গত ৫ ঘণ্টা ধরে চলছে। অবরোধের ফলে বন্ধ হয়ে আছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের বিপুল কর্মচারীসহ আনোয়ারা, বাঁশখালী, মহিষখালীসহ দক্ষিণের হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন, বন বিভাগ ও কেপিজেডের লোকজন যতক্ষণ পর্যন্ত রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন না।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, ‘মানুষকে কষ্ট দেওয়া, দুর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়। আমরা হাতি নিরসনে সরকারের সব অফিসে ধরনা দিয়ে শেষমেশ এই পথ বেঁছে নিয়েছি। বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেও এসে হাতি নিরসনের স্থায়ী সমাধান না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত জামতলা শাহ মীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আবদুল গফুর, থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ও বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading