ঢাকাঃ আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ১২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আর সারাদেশের দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না, তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে।
পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী ২ দিন সোমবার (১৭ মার্চ) ও মঙ্গলবার (১৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি থাকবে। তবে দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫
শেয়ার করুন এই পোস্ট
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.