এইমাত্র পাওয়া

শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়নে দরকার নির্বাচিত সরকার: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্নীতির দোসরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই শিক্ষকদের সহযোগিতায় নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। আর নির্বাচিত সরকার ছাড়া শিক্ষকদের জীবন যাত্রার মান ফিরিয়ে আনা সম্ভব নয়। 

রবিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে “বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে নির্বাচিত সরকার শীর্ষক আলোচনা সভা’ ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ সমর্থিত সংসদ ও সরকার ছাড়া সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়।

গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, একেকটি দিন অতিবাহিত হচ্ছে, গণতন্ত্রহীন দেশ হিসেবে। যেখানে জনগণের কোনও প্রতিনিধিত্ব নেই। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি, সবাই মিলে সেভাবে কাজ করবো।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading