লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে ভিডিও ভাইরালের হুমকি দিয়ে এক শিক্ষকের বাসায় চিরকুট রেখে যাওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষক পরিবারটি কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার (৯ মার্চ) রাতে শিক্ষক মোসলেহ উদ্দিনের বাসার ভেন্টিলেটরের ফাঁকে একটি চিরকুট পাওয়া যায়।
তাতে লেখা ছিল, ‘তুমি জানো, আমি তোমার সব খবর রাখি। আজকে তিন মাস কি করেছ, আমি জানি। তোমার কিছু ভিডিও আছে আমার কাছে। তুমি যদি আমার নাম্বারে কল না দাও, তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দেব। এইটা আমার নাম্বার, কল দেবে। –আরিয়ান’
চিরকুটটি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মোসলেহ উদ্দিন ও তার পরিবার। তারা জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর ৭ মার্চ রাতে অজ্ঞাত এক ব্যক্তি তাদের মাটির চুলায় একটি মোবাইল নম্বর (০১৮৮৩-৫৯৯৮১৯৭) ও কিছু সাংকেতিক চিহ্ন খোদাই করে লিখে যান।
ওই নম্বরে ফোন করলে অজ্ঞাত ব্যক্তি লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে দেখা করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে নম্বরটি আর সচল পাওয়া যায়নি।
এ ঘটনায় শিক্ষক পরিবারটি প্রশাসনের সহযোগিতা কামনা করে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
শিক্ষক পরিবারটি এখন অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কায় রয়েছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.