নিজস্ব প্রতিবেদক।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষের আপত্তির মুখে কেন্দ্রীয় ব্যাংক এ বিতরণ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের আগে নতুন নোটের বিতরণ বন্ধ রাখতে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না।
বাজারে প্রচলিত নোটগুলো ব্যবহার অব্যাহত থাকবে।’
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নতুন নোটের নকশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এর ফলে নতুন ডিজাইনের নোট বিতরণের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো।
পাশাপাশি ব্যাংকের শাখাগুলোতে সংরক্ষিত নতুন নোট বিনিময় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
শিক্ষাবার্তা /এ/১১ /০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.