এইমাত্র পাওয়া

ধ-র্ষ-ণের ঘটনায় ১৫ দিনে তদন্ত ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিতের দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহীঃ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এর আগে বেলা ১১টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন তারা। এসময় তালাইমারি থেকে একদল আন্দোলনরত শিক্ষার্থীরা মেইন গেটে এসে বিক্ষোভে যোগ দেন।

শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘আমার মায়ের কান্না আর না আর না’, ‘তুমি কে আমি কে? আছিয়া আছিয়া’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনের তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে আর কেও এমন কাজের সাহস না দেখায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ দিন তদন্ত ৩০ দিনে শাস্তি নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগীয় শহরে ডিএনএ সেম্পলিং মেশিন স্থাপন করতে হবে। এছাড়া বিচারকাজে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। কারোর রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না।

এদিকে দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে বেলা ১টার দিকে পরের দিনের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামীকাল সোমবার (১১ মার্চ) আমরা চোখে কাপড় বেঁধে ফেসবুকে শেয়ার ও ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করবো।

এর আগে ধর্ষকদের বিচার দাবিতে রোববারও (৯ মার্চ) ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.