এইমাত্র পাওয়া

ধ-র্ষ-ণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃ-ত্যু-দন্ডের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: দেশব্যাপী নারীদের ধর্ষণ, নিপীড়ন, সহিংসতা, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ সময় ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড চেয়ে সরকারকে তা নিশ্চিতে ৯০ দিনের সময় বেঁধে দেয় তারা। সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, মনিরুল হক, সদস্য সাব্বির, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সৌরভ, উল্লাস,মুক্তাদির ও সাক্ষর।

মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলতেছে। ধর্ষণের বিচার দেখছি না। যদি বিচার করতে অপারগতা প্রকাশ করে সরকার তাহলে তাদেরকে পদত্যাগ করা ভালো, না জনগণ ক্ষমা করবে না। স্বাধীন বাংলাদেশে কোনও নারী, কোনও মা, কোনও বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, দেশব্যাপী নারীদের উপর নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আমরা আজ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আছিয়ার মত বোনেরা কেন ধর্ষণের শিকার হবে? তাদের বিচার হতে এত বিলম্ব হবে কেন? সারা বাংলাদেশে খুন, ছিনতাই অহরহ ঘটছে। মা বোনেরা কোথাও নিরাপদে যেতে পারছে না। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মক্ষেত্রে মা-বোনেরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছে। সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত এসব ঘটনার সমাধান করুন। অতি দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। আমরা ধর্ষক মুক্ত, নিপীড়ক মুক্ত বাংলাদেশ চাই।

তিনি আরও বলেন, আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে এই সরকারকে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি এই সময়ের ধর্ষকদের বিচার করতে ব্যর্থ হন তাহলে তাদের পদত্যাগ করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.