ঢাকাঃ দেশব্যাপী বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মশাল মিছিল শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আল্টিমেটামও দিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।
রোববার (৯ মার্চ) রাত ১০ টায় ‘ধর্ষণবিরোধী মঞ্চ’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীদের একটি মশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। এছাড়াও শিক্ষার্থীদের আরেকটি মশাল মিছিল ফজিলাতুন্নেছা হল থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে জড়ো হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শহিদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। একপর্যায়ে শিক্ষার্থীরা শহিদ মিনার থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে রাত আনুমানিক ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট অবরোধ অবরোধ কর্মসূচি পালন করেন।
এ সময় বাংলা বিভাগের অধ্যাপক আহসান ইমাম বলেন, ছোট শিশু গর্ভবতী নারী প্রতিবন্ধী নারী কেউই ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এমন বাংলাদেশ কী আমাদের কাম্য ছিল? আমাদের একটাই দাবি ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। আমার মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র সাইয়েদ শাওলি বলেন, আমরা এখানে দাঁড়িয়ে যে লাগাতার ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করছি। সব ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদেরকে শনাক্ত করতে হবে। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে এই রাষ্ট্র অপরাধীদেরকে বিচারের আওতায় আনবে। যদি তা করা না হয়, তাহলে আমরা ধরে নেবো এই ইন্টেরিম সরকার পূর্বের স্বৈরাচারী সরকারের মতো নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদ্রা বলেন, দেশ ও সমাজের এমন একটা অবস্থা হয়েছে যে ধর্ষককে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দেয়ার চেষ্টা করা হয়। ফলে ধর্ষক পুনরায় ধর্ষণ করার সাহস পায়। আমার এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.