এইমাত্র পাওয়া

বহুল আলোচিত সেই আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন, সভাপতি নাজমুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে যে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের অনিয়ম নিয়ে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের জেরে প্রবিধানমালার স্পষ্টীকরণ করে জরুরী বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়েছিল ময়মনসিংহ শিক্ষা বোর্ড সেই স্কুলের এডহক কমিটি গঠন করেছে বোর্ডটি। স্কুলটি হলো শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন আয়নাপুর উচ্চ বিদ্যালয়। 

রবিবার (০৯ মার্চ) ময়মসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক দিদারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে স্কুলটির আজীবন দাতা সদস্য ও সমাজসেবক নাজমুল জাহানকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৮১/আইন/২০২৪-এর ৬৪(১)নং ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত আয়নাপুর উচ্চ বিদ্যালয়য়ের এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে।’

‘শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪” এর ৪৭(৭) অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি-কে শিক্ষক-কর্মচারী নিয়োগের যে ক্ষমতা দেয়া হয়েছে তা কেবল মাত্র নিয়মিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনক্রমেই এডহক বা বিশেষ ধরনের কমিটি/ গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।’

উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের অক্টোবরে। নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠে। অনিয়মের অভিযোগের মধ্যে একজন এমপিওভুক্ত শিক্ষক কী ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন কি’না এবং ম্যানেজিং কমিটির সকল সভা বিদ্যালয়ে করার বিধান থাকলেও সভাপতি নির্বাচন উপলক্ষে সভা উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচন উপলক্ষে আহুত এই সভা সকল সভার অন্তর্ভুক্ত কি’না, স্ব স্ব প্রতিষ্ঠানে না করে উপজেলা শিক্ষা অফিসে করা যাবে কি’না বিষয়টি সামনে আসে। এ বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড (শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশ: তদন্ত করল ময়মনসিংহ শিক্ষা বোর্ড)। তদন্তে উপজেলা শিক্ষা অফিসে সভাপতি নির্বাচন উপলক্ষে ডাকা সভা অনুষ্ঠিত হয় তা উঠে আসে। বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা প্রবিধিমালার ব্যাখ্যাসহ অন্যান্য বোর্ডের মতামত তুলে ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে দেয়। বোর্ডটি সেই তথ্য বিশ্লেষণ করে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বোর্ডের পক্ষ থেকে শিক্ষাবার্তাকে ধন্যবাদ জানানো হয়। এবং পরবর্তীতে ঐ কমিটির অনুমোদন বাতিল করা হয়। 

কমিটির অনুমোদন বাতিল হলে মহামান্য হাইকোর্টে মামলা করে বাতিলকৃত কমিটির সভাপতি ও ঝিনাইগাতির কাংশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (বর্তমানে পলাতক) হাসানুজ্জামান হাসান। পরবর্তীতে কমিটির অনুমোদন বাতিলের চিঠিতে ‘স্টে অর্ডার দেন’ হাইকোর্ট। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পাঁচ আগস্টে দেশ ত্যাগ করলে পরবর্তীতে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সে প্রজ্ঞাপন অনুযায়ী নতুন এডহক কমিটি গঠনে আইনগত কোন বাধা না থাকায় নতুন এই কমিটির অনুমোদন দিলো ময়মনসিংহ শিক্ষা বোর্ড। 

আরও পড়ুনঃ 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.