এইমাত্র পাওয়া

৮৪ দিন কর্মবিরতি স্থগিত রাখবেন বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের আশ্বাসে ১২ সপ্তাহের (৮৪ দিন) জন্য কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা।

পূর্বঘোষিত অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে দুদফা দাবিতে কর্মবিরতি শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

আধ ঘণ্টার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। আশ্বাস দেন আগামী ১২ সপ্তাহের মধ্যেই বাস্তবায়িত হতে যাচ্ছে চিকিৎসকদের দাবি।মূলত বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের কথা ঘোষণা আসে গত ২৫ ফেব্রুয়ারি। যদিও আশ্বাস পেয়ে নিজেদের লাগাতার কর্মবিরতির কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনরত চিকিৎসকরা।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দুই দফা দাবি হলো—

> চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

> তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.