এইমাত্র পাওয়া

শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল (৫ মার্চ) শুরু হতে চলেছে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ। অনলাইনে আবেদন করা যাবে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত। জেনে নিন বিভিন্ন ইউনিটে পরীক্ষার সময়সূচি ও জরুরি নির্দেশনা।

আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা-
১. এ ইউনিটে (বিজ্ঞান) আবেদন করতে একজন শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

২. বি ইউনিটে (মানবিক) আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ লাগবে ৩.০০ এবং মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

৩. সি ইউনিটে (বাণিজ্য) আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

৪. প্রতি ইউনিটে পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের।

৫. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।

পরীক্ষার সময়সূচি
২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) – ইউনিট সি (বাণিজ্য) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা
০২ মে ২০২৫ (শুক্রবার) – ইউনিট বি (মানবিক) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা
০৯ মে ২০২৫ (শুক্রবার) – ইউনিট এ (বিজ্ঞান) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা
০৯ মে ২০২৫ (শুক্রবার) – আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা – বিকাল ৩টা থেকে ৪টা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা
১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর
১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.