এইমাত্র পাওয়া

৭ বছরের শিশুকে ধ-র্ষ-ণে-র চেষ্টা, অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহর সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জীবন (২৫) পেশায় মিলের শ্রমিক। তিনি নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২৫ দিন আগে শিশুটি মুন্সীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে আসে। তার বাবা ও মা নারায়ণগঞ্জে থাকেন। সোমবার সন্ধ্যায় নয়াগাঁও গ্রামের নানাবাড়িতে শিশুটিকে একা পেয়ে ফুঁসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান জীবন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জীবন পালিয়ে যান। পরে ওই শিশুকে অচেতন অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় শ্বশুরবাড়ি থেকে অভিযুক্ত জীবনকে পুলিশ আটক করে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউর করিম জানান, আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে শিশুটি ধর্ষিত হয়েছে কি না, তবে শিশুটির গোপনাঙ্গে নখের আঁচড়ের চিহ্ন রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.