এইমাত্র পাওয়া

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব তাহের খানকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (অডিট ও আইন) অতিরিক্ত সচিব মো: আজিজ তাহের খানকে বদলি করে একই দপ্তরের অতিরিক্ত সচিব পদে পদায়ন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। 

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি পূর্বক পদায়ন করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজ তাহের খানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। 

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.