ঢাকাঃ উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চারজনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়। এছাড়া এদিন একজন সহকারী পুলিশ সুপারকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত চারজন ডিআইজি হলেন নৌ-পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুস আমিন, অ্যান্টি টেররিজম বিভাগের নিশারুল আরিফ, হাইওয়ে পুলিশের আমেনা বেগম ও মো. আজাদ মিয়া। এছাড়া কিশোরগঞ্জ করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এনামুল হককেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
২০১৮ সালের চাকরি আইনের ধারা অনুযায়ী এ চারজনকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.