বরিশালঃ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শার্ট ডাউন কর্মসূচির তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের পাশাপাশি প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে হাসপাতালের সামনে নগরীর বান্দ রোড অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে তাঁরা ৬ জন শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের দাবি, কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ৩৩৪ টি পদের মধ্যে ১৭৩ টি শিক্ষকের পদ শুন্য রয়েছে।
তাঁরা বলছেন, বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলে ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এটি শিক্ষার্থীদের সাথে তামাশা বলে মনে করেন তারা। দ্রুত শিক্ষক সংকট নিরসন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.