এইমাত্র পাওয়া

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ: রাবি উপাচার্য

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকসুর নির্বাচনের আয়োজন করা। যা সারাদেশের জন্য রোল মডেল হবে। এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে।

এসময় তিনি আরও বলেন, আমরা আশা করছি, এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবো।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল- এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.