এইমাত্র পাওয়া

আড্ডা–গল্পে অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ “রিকানেক্ট এন্ড রিলিভ দ্যা মেমোরিস” এই স্লোগান নিয়ে সম্প্রতি রাজধানীর অদূরে অবস্থিত সাভার সেবাকুঞ্জ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী-২০২৫।

২০০২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। স্মৃতিচারণা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,র‌্যাফল ড্র, কনসার্টসহ নানা আয়োজনে সাজানো হয় পুরো অনুষ্ঠান। স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই ফিরে যান স্কুল ক্লাস রুমে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অ্যাসেড স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান তালুকদার এবং সপাতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ মোঃ আমজাদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম খায়রুল বাশার- সাবেক প্রেসিডেন্ট (বিএসটিকিউএম), মোঃ তৌহিদ হোসেন- অধ্যক্ষ, সাভার মডেল কলেজ এবং এ.কে.এম ফজলুল হক- পরিচালক, অ্যাসেড স্কুল। আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহীম- প্রধান শিক্ষক, চাপাইন নিউ মডেল হাই স্কুল।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান ও সাবেক শিক্ষকদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এসময় স্কুলটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান তালুকদার বলেন, তোমাদের সকলের অবদান এবং ফলাফলের কারনে আজকে অ্যাসেড স্কুল দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে এবং আরো বলেন, এই ৩১ জানুয়ারি অ্যাসেড স্কুল এর জন্য ইতিহাস হয়ে থাকবে আজীবন। প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল আলম বলেন, অনেক চেষ্টার পর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর আয়োজন করা সম্ভব হয়েছে। এ ধরনের আয়োজন প্রতিবছর করা যেতে পারে। স্মৃতিচারণা অনুষ্ঠানে অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অংশগ্রহন করেন এবং বলেন, কর্মময় জীবনের সব স্মৃতি ভুলে গেলেও ছাত্রজীবনের সহপাঠীদের ভোলা যায় না। তাই সেই সোনালি দিনগুলো স্মরণ করতে আমাদের এ পুনর্মিলন।

স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহমেদ শোভন বলেন, এই রিইউনিয়নের মাধ্যমে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ধারাবাহিকতায় একধাপ এগিয়ে গেলাম এবং প্রতিবছরই এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা ধাকবে এবং অ্যাসোসিয়েশন মাধ্যমে প্রতিষ্ঠানের অবোকাঠমোতগত উন্নতির পাশাপাশি যেনো সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.