টাঙ্গাইলঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এসময় তার সঙ্গে তার দুই বোন ছিলেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে চার যুবক এ ঘটনা ঘটনায়। এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করে তারা। এদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যান।
বিজ্ঞাপন
ফাতেমা রহমান বীথি বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই ইভটিজাররা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করে। এসময় তারা বিভিন্ন মন্তব্য করে। প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
ইভটিজারদের শাস্তি দাবি করেছেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটি জানা নেই। এবিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.