এইমাত্র পাওয়া

বিদায় অনুষ্ঠানে আ.লীগ নেতাকে আমন্ত্রণ, প্রধান শিক্ষক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে দাওয়াত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার স্কুল চত্বরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও স্কুলের সহকারী শিক্ষক নাজনীন খাতুনের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম আব্দুর রাজ্জাক। তাঁকে দাওয়াত করায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত লোকজন প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন ছাইফুল ইসলামকে লাঞ্ছিত করে বের করে দেয়।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক যে আওয়ামী লীগ নেতা, তা জানা ছিল না। গ্রামের মুরুব্বি হিসেবে তাঁকে দাওয়াত দেওয়া হয়। তাঁকে দাওয়াত দেওয়ায় স্থানীয় লোকজন অশোভন আচরণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.