রাজশাহীঃ শিক্ষা সফরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের লোকজন।
জানা গেছে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের লোকজন মিলে ১৮০ জন যাত্রীবাহী বাসে জেলার গোদাগাড়ীর সাফিনা পার্কে শিক্ষা সফরে যান। সেখানে দুপুরে তারা পোলাও ভাত, মুরগির মাংস, ডাল খান। শিক্ষা সফর থেকে ফিরে সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে অনেকের পেটে ব্যথা, ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে ৪৩ জন অসুস্থ হয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা বলেন, ৪৩ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৩ জন ছুটি নিয়ে গেছে। এখনো ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। ভর্তির সময় তারা চিকিৎসককে জানান, তারা পিকনিকে খাবার খেয়েছিলেন। ধারণা করা হচ্ছে- ফুড পয়জনিং হয়েছে। যারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তারা কেউ বমি করছেন, কারও পেটের ব্যথা, কারও ডায়রিয়ার সমস্যা রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদরাসার শিক্ষার্থী আবদুস সলাম (১৩) বলেন, পিকনিকের খাবার খেয়ে বাড়িতে আসার পরে পেটের ব্যথা শুরু হয়। কয়েকবার বমিও হয়েছে। পরে আব্বু-আম্মু হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, অসুস্থ হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে। আমরা খোঁজখবর রাখছি চিকিৎসার বিষয়ে।
এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস জানান, ৪৩ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন ছুটি নিয়ে গেছে। তবে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছি তারা মোটামুটি ভালো আছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.