এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার সদস্যরা।

‘হাতে হাত, কাঁধে কাঁধ, এক সাথে চলবো পথ’ প্রতিপাদ্যে শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক মিলনমেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলমের নেতৃত্বে একটি র‌্যালি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে তারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তারা বলেন, সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন, আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজ পরিচালনা করি। তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয়?

তারা আরও জানান, তারা তাদের অধিকার আদায়ের জন্য আরও বৃহৎ কর্মসূচি পালন করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলম, সাধারণ সম্পাদক এসএম সায়েম, নির্বাহী সদস্য মো. আবুল কালম আজাদ স্বপন প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.