এইমাত্র পাওয়া

এমপিওভূক্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নীলফামারীঃ নীলফামারীর স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারক লিপি তুলে দেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

স্মারক লিপি প্রদানের আগে মানব বন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহদেব বড়গাছা মাদ্রাসার সুপার মোক্তার হোসেন, দক্ষিণ গোলনা বালিকা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, পলাশবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস ছালাম প্রমুখ।

নন এমপিও শিক্ষক কর্মচারীদের সমস্যাগুলো হচ্ছে, সরকারি-বেসরকারি (এমপিও) ও নন এমপিও শিক্ষক কর্মচারীগণ সম কারিকুলাম, পাঠদান, পরীক্ষা/পাবলিক পরীক্ষাসহ একই রকম অন্যান্য সকল কার্যক্রমে সমানভাবে সম্পৃক্ত থাকলেও শুধু নন এমপিওরা সরকার থেকে কোন প্রকার বেতন ভাতা না পেয়ে মানবেতর অবস্থায় দিনাতিপাত করছেন।

প্রতি বছর বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে টাকাগুলো উক্ত খাতে ব্যবহার না হয়ে ফেরত যায়। একদফা দাবি হচ্ছে, দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.