এইমাত্র পাওয়া

বৈষম্যবিরোধীদের কমিটিতে বৈষম্যের অভিযোগে আল্টিমেটাম

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে কিছু তরুণকে পদবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘বঞ্চিতরা’ জানিয়েছেন ছয় ঘণ্টার মধ্যে ওই নতুন কমিটি বিলুপ্ত করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) জেলায় এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন জেলার প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী হাসান।

এসময় সংগঠনটির নেতারা বলেন, আট ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। যে কমিটিতে সজিব সরকারকে আহবায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।

তাদের দাবি, কোনো কিছু যাচাই-বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি আবারও গঠন করতে হবে।

এ সময় তারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। তিনি সার্বিক বিষয়ে জানা সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগ ঘোষণা দেন। পাশাপাশি শিগগিরই বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে বলেও জানান তারা।

এ সময় মনসুর আলী মেডিক্যালের কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভুঁইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফস অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.