নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তিযুদ্ধে এবার ১ হাজার ৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় ৪১ হাজার শিক্ষার্থী। এতে একটি আসনের জন্য লড়েছেন ৩৯ জন শিক্ষার্থী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগেই অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। চোখেমুখে উচ্ছ্বাস, আবার আছে উৎকণ্ঠা। বুকভরা আশা নিয়ে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নেয়া। দেড় ঘণ্টার পরীক্ষা শেষে অভিজ্ঞতা জানান শিক্ষার্থীরা।
অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে মেধার ভিত্তিতে, অতীতের মতো ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখার দাবি তাদের।দুপুর পৌনে ১২টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এ সময় তিনি বলেন, কঠিন এই পরীক্ষায় সবাই কৃতকার্য হবে না এটাই স্বাভাবিক। তবে শিক্ষার্থীদের মধ্যে তার যেন নেতিবাচক প্রভাব না পড়ে এজন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ তার।
গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন সোয়া লাখ শিক্ষার্থী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.