নোবিপ্রবিঃ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে মহড়া দিয়েছে নোবিপ্রবি ছাত্রদল ব্যানারে কিছু শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দলীয় ব্যানারে ক্যাম্পাসের গোল চত্বরে মহড়া করতে দেখা গিয়েছে নোবিপ্রবি ছাত্রদলকে।’মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবেই এই মহড়া দিয়েছে বলে জানায় তারা। কর্মসূচি শেষে সন্ত্রাসী ছাত্রলীগের বিচার দাবিতে
রেজিস্টারের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে নোবিপ্রবি শাখা ছাত্রদল।
জুলাই বিপ্লবের পর এই প্রথমবারের মতো নোবিপ্রবি ক্যাম্পাসে নিজেদের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলো কোনো ছাত্র সংগঠন। এ ব্যাপারে নোবিপ্রবি ছাত্রদলের পদপ্রত্যাশী জাহিদ হাসান বলেন, আমরা রিজেন্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্ত গত ৬ মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচার আওয়ামীলীগ ও সন্ত্রাসী ছাত্রলীগের বিচার নিশ্চিতে কোনো রকম পদক্ষেপ নেয়নি।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এক গোপন অসৎ রাজনীতির বাস্তবায়নে পরোক্ষভাবে মৌন সমর্থন করছে বলে অভিযোগ করেন এই ছাত্রদল নেতা। তিনি আরও বলেন, আমরা মনে করছি ছাত্রদলের অনুপস্থিতিতে এই গোপন রাজনীতি চলছে । তাই ছাত্রদল এখন থেকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে।
এছাড়াও তিনি সকল শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থেকে ছাত্রদলের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করার জন্যে আহ্বান জানান।
এ ব্যাপারে জানতে চাইলে নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, দলীয় ব্যানারে তারা যখন মহড়া দিয়েছে আমি তখন ক্যাম্পাসে ছিলাম না। আমি ক্যাম্পাসে এসে ছাত্রদলের ব্যানারে কিছু শিক্ষার্থীর মহড়া দেয়ার ব্যাপারে অবগত হয়েছি। বিশ্ববিদ্যালয় আইন ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ। তবুও যেহেতু কিছু শিক্ষার্থী ছাত্রদলের ব্যানারে মহড়া দিয়েছে ও তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, সেহেতু প্রক্টরিয়াল বডির সাথে আলোচনা করে তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.