লক্ষ্মীপুরঃ দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের ঐতিহ্য কনভেনশন হল রুমে এই আয়োজন করা হয়।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার অভি দাস।
ফাউন্ডেশনের ভাইস চেযারম্যান আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. মঞ্জুরুর রহমান, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. নজীর আহম্মেদ, লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল মনির, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ এবং
ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন ফয়সাল ও ইউসুফ আলম রিপন প্রমুখ।
উল্লেখ্য যে, এবছর দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলাব্যাপী বৃত্তি পরীক্ষায়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৯জন বৃত্তিপ্রাপ্ত হন। যার মধ্যে ট্যালেন্টফুলে ২৪ এবং সাধারণ গ্রেডে ১০৫জন বৃত্তি প্রাপ্ত হন। এছাড়াও সর্বোচ্চ অংশগ্রহণকারী ৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.