এইমাত্র পাওয়া

লালমনিরহাটে গৃহবধূ হ-ত্যা-র বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জুঁই খাতুন (২২) হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে।

জানা যায়, ৩ বছর পূর্বে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্বামী আলী হোসেনের বাড়ি থেকে জুঁই খাতুনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি মারা যান।

জুঁই খাতুনের মা লিপি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী আলী হোসেন মাদক ও জুয়ার আসক্ত ছিলেন এবং যৌতুকের জন্য জুঁইকে চাপ দিতেন। টাকা আনতে না পারায় মারধর শেষে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

অবরোধের সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দ্রুত মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

এদিকে, পুলিশ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা ধরে নিয়ে একটি ইউডি মামলা রুজু করলেও, পরিবারের আপত্তির মুখে ও আন্দোলনের চাপে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আশ্বাস দেয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.