ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, গত সাড়ে ১৫ বছরের শাসনামলে শিক্ষা প্রশাসনের সর্বস্তর অযোগ্যদের দিয়ে চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। যার দরুন, প্রতিটি প্রতিষ্ঠান হুমকির মুখোমুখি। বাধ্য হয়ে আজ নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে সব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের দোসরদের হটিয়ে দেশ আজ কিছুটা হলেও কলঙ্কমুক্ত। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে গণতন্ত্র রক্ষার লড়াই আটুট রাখবে আমাদের শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ম্যানগ্রোভ নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। তিনি বলেন, আজকের উচ্ছ্বসিত নবীন প্রাণ আমাদের আগামীর শক্তি।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন তালুকদার, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সূর্যসেন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ এবং ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান আহমেদ।
এমএ সালাম বলেন, অনেক রক্ত আর জীবনের বিনিময়ে আজ দেশ হায়েনামুক্ত। এ ঋণ কোনো দিন শোধ হবে না। এ সময় ফ্যাসিস্ট সরকার আমলে তার ওপর যে নির্যাতন হয়েছিল তার বর্ণনা দেন এমএ সালাম।
এ অনুষ্ঠানে বাগেরহাট জেলাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে অতিথিরা আলোচনা করেন। এ ছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রোগ্রাম ও র্যাফেল ড্র-এর আয়োজনও ছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাবির বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. হাসিবুর রহমান সাকিব। এছাড়াও বাগেরহাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীনবরণের অপেক্ষায় থাকা প্রথম বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.