ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাগাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম ফারদিন। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দক্ষিণপাড়া গ্রামের তোফায়েল মোল্যার ছেলে।
ভুক্তভোগী পরিবার, বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ফারদিন। ওই ছাত্রী নিজেই এর প্রতিবাদ জানালে ফারদিন আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানান।
এরপর ছাত্রীর বাবা ফারদিনকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে আরও ক্ষুব্ধ হন ফারদিন। এর জের ধরে তিনি সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাগাট বাজার ওই শিক্ষার্থীর বাবার ওপর হামলা চালান।
এদিকে, এ ঘটনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ওই যুবকের শাস্তির দাবিতে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা দিপংকর ঘোষ বলেন, আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই প্রেম প্রস্তাব দিয়ে আসছিলেন ফারদিন। এতে রাজি না হওয়ায় গতকাল বুধবার স্কুল থেকে যাওয়ার সময় তার পথ আটকিয়ে কুপ্রস্তাব দেয়। বাড়িতে গিয়ে মেয়ে বিষয়টি জানালে আমি ওই ছেলেকে বিরত থাকতে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর বাগাট বাজার এলাকায় আক্রমণ করে ও মারধর করে।
বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, দীর্ঘদিন ওই যুবক আমার স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। এ বিষয়ে তার অভিভাবককে আমরা অবহিত করেছি। গতকাল সে স্কুলে এসে ওই শিক্ষার্থী ও আমাদের দেখে নেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে জানতে পারি ওই শিক্ষার্থীর বাবাকে মারধর করা হয়েছে। আমরা এর শাস্তি দাবি করছি।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.