জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গত ২২ জানুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রধান ফটকে শিক্ষার্থী আহত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বাস ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২২শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস আটকানো, শিক্ষার্থী আহতসহ গাড়ি ভাংচুরের ঘটনা তদন্তের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সুপারিশ মোতাবেক তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য ভাইস- চ্যান্সেলর এ কমিটি গঠন করেছেন এবং কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি যাচাই-বাছাইপূর্বক সুপারিশসহ ভাইস-চ্যান্সেলরের নিকট প্রতিবেদন দিতে বলা হয়।
কমিটিতে আই.আই.ই.আর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইনকে আহ্বায়ক এবং পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমানকে সদস্য সচিব করা হয়। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বাস ভাঙচুর করা শিক্ষার্থীদের হাতাহাতি হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.