নিজস্ব প্রতিবেদক।। সংবাদ প্রকাশের পর অবশেষে জামালপুরের সেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনকে বান্দরবনে বদলী করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসানকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এমন আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম। তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে বদলী করা হয়েছে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনের বান্দরবন বদলি খবর পেয়ে সারা জেলার শিক্ষক সমাজ, কর্মকর্তা কর্মচারীরা যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন।
জানা যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিগত দিনে শিক্ষক নিয়োগ বদলী, পদায়ন, অর্থ উৎকোচ বাণিজ্যের প্রায় অর্ধ ভজন অভিযোগ নামে-বেনাম বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক কর্মচারীরা জানান, যেহেতু জেলা শিক্ষা কর্মকর্তা তাদের নিয়োগকর্তা। তাই তাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কিংবা সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই। তাই তারা বিগত দিনে জিম্মি হয়ে পড়েছিলেন। তারা আরও জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বদলী হলেও তার সহযোগীরা এখনো রয়েছেন।
এদিকে এই শিক্ষা কর্মকর্তার মদত-পুষ্ট বিভিন্ন অপকর্মের সহযোগী মূলহোতা উচ্চমান সহকারী আলী আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাই তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে উচ্চমান সহকারী আলী আহমদ এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন জেলার সকল শিক্ষক সমাজ।
এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.