মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে ৬ হাজার ছিনিয়ে নেয় তারা। আহত অবস্থায় মাদরাসা শিক্ষক বাহালুল হুসাইনকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কোমারখোলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তিনি কামারখোলা দারুসুন্নাহ জামিয়া সালেহিয়া দীনিয়া মাদরাসার শিক্ষক।
ওই মাদরাসার শিক্ষক মাওলানা মো. সাইফুদ্দিন জানান, কাজের জন্য মাওলানা বাহালুল মাদ্রাসার ছাত্র মো. শাওনকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীনগর বাজারে গিয়েছিলেন। ফেরার পথে কামারখোলা ফ্লাইওভারের নীচে রেললাইনের পাশে আসলে অপর মোটরসাইকেলে অপেক্ষমান তিন ছিনতাইকারী মাওলানা বাহালুলের গতিরোধ করে করে চাপাতি দিয়ে কোপ দেয় এবং মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে মাওলানা বাহালুলের মোটরসাইকেলটি নেওয়ার জন্য চেষ্টা করলে সঙ্গীয় ছাত্র চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.