এইমাত্র পাওয়া

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের সিদ্ধান্ত: উপাচার্য

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী তিন কার্যদিবসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, একই সঙ্গে কাজের অগ্রগতির বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।

সচিবালয়ে পূর্বনির্ধারিত শিক্ষা মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিং শেষে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রফিক ভবনের সামনে শিক্ষার্থীদের দাবির মুখে একই কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, আগামী সপ্তাহে সেনাবাহিনীর সদস্যরা কেরানীগঞ্জের তেঘরিয়ায় গিয়ে জায়গা পরিদর্শন করে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ নিজেদের তত্ত্বাবধানে নেবেন। এছাড়া কাজের অগ্রগতির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সচিবালয়ে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা (সেনাবাহিনী) কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছেন। আগামী রোববার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। তারা ভিজিট করে কোন কাজ কী পর্যায়ে আছে তা দেখে সবকিছু তত্ত্বাবধানে নেবে।

কাজের অগ্রগতির বিষয়ে গঠিত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান উপাচার্য।

শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিয়ে উপাচার্য বলেন, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে সেনাবাহিনী মৌখিকভাবে সম্মতি জানিয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের মৌখিক প্রতিশ্রুতিতে সন্তুষ্টি হতে পারেননি। লিখিত না পাওয়া পর্যন্ত ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.