এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়গুলোকে সবসময় র‌্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: ইউজিসি সদস্য

সিলেটঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেছেন, “পড়াশুনা করলে সফলতা আসবেই। পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের সব সময় শেখার মানসিকতা নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সবসময় র‌্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি বলেন, “শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যাতে গবেষণা কার্যক্রম আরো বেগবান হয়।”

শনিবার (১১ জানুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।

নবনির্মিত অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

এছাড়া উপস্থিত ছিলেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রাধ্যক্ষ পরিরষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.