শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে সংবাদ সম্মেলন করবে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি।
আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবীতে সংবাদ সম্মেলন ও নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডঃ ওসমান ফারুক, সাবেক শিক্ষা মন্ত্রী। বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, চেয়ারম্যান শিক্ষক- কর্মচারী ঐক্যজোট, জনাব মোঃ জাকির হোসেন, সমন্বয়ক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রিন্সিপাল সেলিম মিঞা, সভাপতি, নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সঞ্চালনায় অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নন-এমপিও শিক্ষক- কর্মচারী ঐক্যজোট।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.