এইমাত্র পাওয়া

ভিসি নিয়োগের দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাঙামাটিঃ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। আগামী বুধবারের মধ্যে ভিসি নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন তারা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে বনরূপায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শহরের প্রাণকেন্দ্র বনরূপায় বিশ্ববিদ্যালয়ের বাস উল্টো করে রেখে সড়কের যান চলাচল বন্ধ রাখা হয়। দুপুর সোয়া ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহের নিগার রিমি, জসীমউদ্দীন, মাহমুদুল হক, শাহবাজ প্রমুখ। তারা বলেন, ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থমকে গেছে। ঠিকমতো ক্লাস হচ্ছে না।সেমিস্টার দীর্ঘায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে অচলাবস্থাই চলছে।

শিক্ষার্থীরা আরো বলেন, বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যে যদি ভিসি নিয়োগ করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূূূচি দিতে বাধ্য হব। এর মধ্যে শিক্ষা উপদেষ্টা আমাদের ভিসি নিয়োগের বিষয়ে আশ্বস্ত করলে আমরা আমাদের কর্মসূচি তুলে নেব।

সড়ক অবরোধের মধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পাওয়া অবধি সড়ক না ছাড়ার ঘোষণা দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়েন্ট সায়েন্স এর চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছি।’

তিনি আরো বলেন, ‘কিন্তু প্রায় ছয়মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা।

আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও ভিসি নিয়োগের জন্য নানাভাবে যোগাযোগ করছি। শিক্ষার্থীদেরও এটা বলেছি। কিন্তু শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গিয়ে সড়ক আটকে দিয়েছে আমরা তাদের এমন করতে মানা করেছিলাম। কিন্তু তারা জোর করে নিয়ে গেছে বাস। আমি জানিইনা বিষয়টি। পরে আমাকে পরিবহন পুল থেকে জানানো হয়েছে। এটা ঠিক হয়নি।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.