এইমাত্র পাওয়া

উপাচার্যের পদত্যাগের দাবিতে ইউল্যাব শিক্ষার্থীদের আমরণ অনশন

ঢাকাঃ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমানের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন একদল আন্দোলনরত শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ইউল্যাবের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অনশন শুরু করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে অসম্মান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ এনে শিক্ষার্থীরা ইউল্যাব উপাচার্যের অনতিবিলম্বে পদত্যাগ চাইছেন।

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। অন্য দাবিগুলো হলো ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ট্রাস্টি বোর্ডের সদস্যদের অবিলম্বে অপসারণ করতে হবে। ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টরিয়াল বডির সবাইকে ছাত্রবিরোধী সিদ্ধান্তের দায় নিয়ে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অব কনডাক্ট যৌক্তিক সংস্কার করতে হবে। মুক্তচিন্তা, মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতাকে হরণ করে—এমন সব কালাকানুন ইউল্যাবের বিধিবিধান থেকে বিলোপ করতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, ইউল্যাব প্রশাসন শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে ‘ফ্যাসিবাদী’ আচরণ বজায় রেখেছে। উপাচার্যের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি, গ্রাফিতি আঁকার কারণে শিক্ষার্থীদের শাস্তি প্রদান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিনষ্ট করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১ জানুয়ারি) একই দাবিতে ইউল্যাবের শিক্ষার্থীরা বছিলা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। ইউল্যাব প্রাঙ্গণে গ্রাফিতি আঁকায় গত মাসে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয় বলে জানা যায়। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.