নওগাঁঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারানো মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পত্নীতলা ১৪ বিজিবির দপ্তরে আহত মেধাবী শিক্ষার্থী মো. আশিক রহমানকে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।
আহত মেধাবী শিক্ষার্থী নওগাঁ জেলা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র এবং নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
এসময় ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, টিপু সুলতান, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩ আগষ্ট মাসে নওগাঁ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং বাম চোখের ভেতরে স্প্রিন্টার থাকা অবস্থায় ঝাপসা দেখেন। এছাড়াও মাথাসহ পুরো শরীরে বিভিন্ন স্থানে এখনো স্প্রিন্টার নিয়ে জীবনযাপন করছেন শিক্ষার্থী আশিক রহমান। এমন মহতী কার্যক্রমে পত্নীতলা ১৪ বিজিবি সদস্যরা মানুষের পাশে থাকবে। পাশাপাশি বিজিবি যেকোন সংকটময় মুহূর্তে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.