এইমাত্র পাওয়া

কর্ণফুলী নদী থেকে ২ শিক্ষার্থীর ম-র‌-দে-হ উদ্ধার

রাঙামা‌টিঃ নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামা‌টির কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কাপ্তাই উপ‌জেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দি‌কে কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) তারা বেড়াতে এসে দুপু‌রে গোসল করতে নেমে নদী‌তে ডু‌বে যায়। নিখোঁজের পর থে‌কে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কা‌জে নে‌মে প‌ড়ে। অ‌নেক খোঁজাখু‌জির পর তা‌দের উদ্ধার কর‌তে ব্যর্থ হয়। প‌রে বৃহস্প‌তিবার সকা‌লে ওই দুই শিক্ষার্থীর মর‌দেহ ভে‌সে উঠে।

নিহতরা হ‌লেন চট্টগ্রামের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৭) ও অপরজন প্রিয়ন্ত দাস (১৬)। তারা একে অপ‌রের খালাত ভাই।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন ব‌লেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সা‌র্ভি‌সের দল ঘটনাস্থ‌লে পৌ‌ছে। এরপর দ্রুত ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, কর্ণফুলী নদী হতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.