এইমাত্র পাওয়া

বেতন বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন প্রত্যাহার করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পোস্টগ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে ত্রিশ হাজার করে সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা আগুনে পুড়িয়েছেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। একইসাথে ভাতা পঞ্চাশ হাজার টাকা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন চিকিৎসকরা।

আন্দোলনে আসা ডা. শাহবাজ খান বলেন, আমাদের দাবি অযৌক্তিক না। দীর্ঘদিন ধরে আমরা এই দাবি জানিয়ে আসছি। অথচ সরকার পঞ্চাশ হাজার টাকার জায়গায় মাত্র পাঁচ হাজার বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করেছে। আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি।

এর আগে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করতে সময় বেধে দিয়েছিলেন তারা। দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিও পালন করেন চিকিৎসকরা।

ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ২০২৩ সালের জুন মাসে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পাঁচ শতাধিক চিকিৎসক। এরপরও বিভিন্ন সময়ে হাসপাতালের গেটে, শাহবাগে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন, পালন করেছেন গণঅনশন কর্মসূচি।

আন্দোলনের পর গত বছরের জুলাইয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ঘোষণা দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ওই ভাতাও ‘যৌক্তিক নয়’ বলে দাবি করে আসছিলেন ট্রেইনি চিকিৎসকরা। এর আগে তারা ২০ হাজার টাকা ভাতা পেতেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আবারও ভাতা বাড়ানোর দাবি নিয়ে ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন শুরু হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.