সাত কলেজের অনার্সের গণিত পরীক্ষা ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্সের ১ম বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২২ ডিসেম্বরের গণিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাত কলেজের ওয়েবসাইটেও এ নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

সাত কলেজের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ৩১ অক্টোবর ২০২৪ তারিখে ১৬৪৯/শা-২/প. নং স্মারকের মাধ্যমে প্রকাশিত ২০২৩ সনের ১ম বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার গণিত বিষয়ের (ECO 101, মানো: ECO 101) পত্রের পরীক্ষার সংশোধিত তারিখ ৯ জানুয়ারি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading