ঢাকাঃ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষ করে স্কুলে পৌঁছাতে হবে। আর অবশ্যই মাধ্যমিকের তিনটা আবশ্যিক বই ছাপা শেষ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ১ জানুয়ারি। একইসঙ্গে ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব শ্রেণির সব বই ছাপা শেষ করতে ছাপাখানার মালিকদের কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ জন ছাপাখানার মালিককে নিয়ে ডাকা সভায় এ নির্দেশ দেন তিনি।
এ সময় ছাপাখানার মালিকরা কাগজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ দিলেও তা টেকেনি। এনসিটিবি কর্তৃপক্ষ কাগজের কোনো ঘাটতি নেই বলে ছাপাখানার মালিকদের সামনেই তথ্য তুলে ধরেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ৫ আগস্ট রজনৈতিক পট পরিবর্তনের পরে এবার ১২ বছর আগের শিক্ষাক্রমে ফিরছে প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা। ফলে নতুন বছরে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ১৬ লাখ, বাড়ছে ছাপার বাজেটও।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.