রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২২টি বিভাগে ৩০টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘যত মেরিটই দেওয়া হোক না কেন, আসন ফাঁকা থাকবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি আসন ফাঁকা থাকতে দেখা যায়। সেখানে আমাদের ২২ বিভাগে মাত্র ৩০টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। আমরা সম্পূর্ণ আসন পূরণ করার চেষ্টা করলেও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্যত্র চলে যায়।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের আসন সংখ্যা এক হাজার ৩৯৫টি। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) রয়েছে ৭১৬টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ৩১৩টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বেরোবির ভর্তি কমিটির সদস্যসচিব ড. হারুন অর রশিদ বলেন, ভর্তি কার্যক্রম শেষ করা আমাদের একক কোনো সিদ্ধান্ত নয়। জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক একযোগে এই ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.