নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন জামদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ০৭ জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র তৈরি করে এমপিওভুক্ত হয়ে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তলব করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর তাদেরকে অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলার বাঘারপাড় উপজেলাধীন জামদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ০৭ জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র তৈরি করে এমপিওভুক্ত হয়ে সরকারি অর্থ আত্নসাৎ করছেন মর্মে একটি অভিযোগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে জামদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ০৭ জন শিক্ষক-কর্মচারীর সনদ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য পত্র প্রেরণ করা হয়েছিল। কিন্তু অভিযোগকারী উপস্থিত ছিলেন না ফলে অভিযোগের বিষয়ে কোনো প্রমাণক পাওয়া যায়নি।
এমতাবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট তথ্যাদি/কাগজপত্র নিয়ে অভিযোগকারী ও যশোর জেলার বাঘারপাডড়া উপজেলাধীন জামদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ০৭ জন শিক্ষক-কর্মচারীর সনদ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আগামী ২২/১২/২০২৪ খ্রি. তারিখে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.