এইমাত্র পাওয়া

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক।। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে লটারিতে বাছাইয়ের পর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মহানগর ও জেলা সদর পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা /এ/১১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.